আবু হেনা মোস্তফা কামাল মুকুল কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ 240 0
আবু হেনা মোস্তফা কামাল মুকুল কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ
মাহমুদুল হক বাদল,কুষ্টিয়া থেকে:
কুষ্টিয়া জেলা পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে আজ রোববার ছিল প্রার্থী যাচাই-বাছাই এর দিন। রিটার্নিং অফিসার তথা কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২নং ওয়ার্ডের একমাত্র প্রার্থী হিসেবে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব আবু হেনা মোস্তফা কামাল মুকুল যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন মর্মে ঘোষনা এসেছে। এই ঘোষনার মাধ্যমে আবু হেনা মোস্তফা কামাল মুকুল এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হওয়ার চুড়ান্ত ঘোষনা প্রাপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র।
আবু হেনা মোস্তফা কামাল মুকুল অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি কুষ্টিয়া জেলা পরিষদের পূর্ববর্তী নির্বাচনে বিপুল ভোটে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন এবং ব্যাপক জনপ্রিয়তাগুণে উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান এর পদে প্রার্থীতা করেন।
আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে পৌঁছানোর সংবাদে ক্লীন ইমেজের এই নেতার ভক্ত,অনুসারী,সমর্থক ও পরিচিত মহল অত্যন্ত আনন্দিত। সেই সাথে সুশীল সমাজের পক্ষ থেকে জানানো হচ্ছে অভিনন্দন।