Khoborerchokh logo

ডিবি প্রধান হারুন এর বদলি 127 0

Khoborerchokh logo

ছবি,হারুন অর রশীদ, ডি এম পি‘র অতিরিক্ত কমিশনার (ক্রাইম)

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন অতিরিক্ত কমিশনার মুহা. আশরাফুজ্জামান।
বুধবার (৩১ জুলাই)২০২৪ইং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, হারুন অর রশিদকে ডিবির অতিরিক্ত কমিশনার পদ থেকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের হেফাজতে নেয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন। এমন ঘটনাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালতে । আদালতের এমন মন্তব্যে দেশব্যাপী হইচইসহ আলোচনা সমালোচনার পাত্র হিসেবে পরিগণিত হন হারুন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com