তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
বিদ্যুৎ এর লো- ভোল্টেজ দুর করে লোডশেডিং ও গ্রাহক হয়রানী বন্ধ কর । জেলা হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু আক্রান্তদের পরিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতের দাবীতে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহ:পতিবার সকাল ১১টায় গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু,জেলা বাসদের আহবায়ক গোলাম রাব্বানী, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি এ্যাড : মোস্তফা মনিরুজ্জামান, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, গণ ফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা, ওয়র্কাস পার্টির জেলা নেতা প্রনব চৌধুরী,এখন টিভির সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন,বিদ্যুৎ সমস্যা ভয়াবহ রুপ নিয়েছে,বিদ্যুতের অভাবে সেচ কাজের বিঘ্ন ঘটছে ফলে আমন ধান উৎপাদনে লক্ষ্য মাত্রায় পৌছাবে না।দেখা দিতে পারে খাদ্য সংকট, শুধু তাই নয় জেলায় সকল বিদ্যুৎ চালিত কলকারখানা যেমন টেইলার্স,জুয়েলার্স, ওয়ার্কসপ,লন্ড্রী,বেকারি, ফটোকপিসহ রিকশা ভ্যান চার্জের সমস্যা তৈরি হচ্ছে, ফলে শ্রমজীবিদের আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে, অবিলম্বে বিদ্যুৎ ব্যাবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবী জানায়।