Khoborerchokh logo

গাইবান্ধায় হত্যা মামলার ৬ আসামীসহ ৭ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ 112 0

Khoborerchokh logo

গাইবান্ধায় হত্যা মামলার ৬ আসামীসহ ৭ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
পলাশবাড়ী থানাধীন ৯ নং হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা ব্যাপারী পাড়া মৌজাস্থ জনৈক জিন্না চৌধুরী রাইচ মিলের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম জাহাঙ্গীর আলমকে মারপিট করিয়া হত্যা করার অপরাধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-১৭, তাং-১৫/০৮/২০২৩ খ্রি.

উক্ত ঘটনায় গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ পলাশবাড়ী থানার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় আসামী

১। মোঃ মতিয়ার রহমান (৬০), ২।  মোঃ লাল মিয়া কবিরাজ @ লালো (৬২),উভয় পিতা-মৃত ছেফাত কবিরাজ, ৩। মোঃ আবু বক্কর ছিদ্দিক (৩০), পিতা-মোঃ মতিয়ার রহমান কবিরাজ, ৪। মোছাঃ জোসনা বেগম (৫০), স্বামী-মোঃ লাল মিয়া কবিরাজ @ লালো, সর্ব সাং-তালুক জামিরা, থানা-পলাশবাড়ী এবং ৫।  মোঃ সহিদুল ইসলাম ওরফে ভুলকু (৪০), পিতা-মৃত কাজী ঠসা, ৬। মোছাঃ মামুনি বেগম (৩৮),স্বামী-মোঃসহিদুল ইসলাম ওরফে ভুলকু,উভয় সাং-চকবরুল, থানা-গাইবান্ধা সদর, সর্ব জেলা-গাইবান্ধাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


অপরদিকে ডিবি পুলিশ কর্তৃক জুয়াবিরোধী অভিযান পরিচালনা করা কালে অফিসার ও ফোর্সসহ  ইং ২৮-০৮-২০২৩ খ্রি: তারিখ রাত্রি  ২.৫ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ৮ নং ভাতগ্রাম ইউপির ২ নং ওয়ার্ডের দক্ষিণ সন্তোলা গ্রামস্থ মোছাঃ মোর্শেদা বেগম (৩৫), স্বামী-মৃত বারেক মিয়া এর টিনের চালা ও বেড়া দিয়ে তৈরী সেচ মেশিন ঘরের ভিতরে  তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারীকে আটক করা হয়।
পুলিশ সুপার,মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com