Khoborerchokh logo

গাজীপুরে ঘাতক ড্রামট্রাক কেড়ে নিলো যুবক কায়েফের প্রাণ 193 0

Khoborerchokh logo

গাজীপুরে ঘাতক ড্রামট্রাক কেড়ে নিলো যুবক কায়েফের প্রাণ

আলমগীর কবীর:

গাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডস্থ কারখানা বাজার এলাকার স্থায়ী বাসিন্দা হারুন অর রশীদের ছেলে কায়েফ (১৭) । এলাকাবাসী জানায়,গত সপ্তাহে কায়েফ(১৭) রাস্তা পারাপারের সময় মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে তার পায়ের উপর চাকা উঠিয়ে দেয় । এতে হাঁটু থেকে লজ্জাস্থান পর্যন্ত মাংসপেশী থেতলে যায় । তাৎক্ষনিকভাবে ড্রামট্রাকটি সটকে পড়ে ।  উৎসুক জনতা এহেন অবস্থা দেখে কায়েফকে শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । সেখানকার কর্তব‌্যরত চিকিৎসক পরামর্শ দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন‌্য । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহ:স্পতিবার ১০মার্চ ২০২২ সন্ধ‌্যায় মৃত‌্যুর কোলে ঢলে পড়ে কায়েফ । 


এদিকে এলাকাবাসী অভিযোগ করেন, গাজীপুর সিটিকর্পোরেশনের ২১নং ওয়ার্ডস্থ কারখানা বাজার নামক এলাকায় কতিপয় ভূমিদস‌্যু মাটি খেকো অত্র এলাকার রবিশষ‌্য ফলে এমন জমির মাটি কেটে অন‌্যত্রে বিক্রি করছে । জমির মালিকদের ভূলভাল বুঝিয়ে নামকাওয়াস্তে সামান‌্য লাভের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ফসলী জমির মাটি কেটে নিচ্ছে তারা । ঐ সমস্ত মাটি আনা নেওয়ার কাজে ব‌্যবহার করেন ড্রামট্রাক । সেই ড্রামট্রাকের কবলেই অকালে প্রাণ হারালো কায়েফ । কায়েফের অকাল মৃত‌্যুতে তার বাবা মা এখন দিশেহারা । 


অপর দিকে স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন,বারোমাসে নানা জাতের শাক সবজি হয় ঐ সকল জমিতে । অত্র এলাকার মানুষের চাহিদা মেটানোর পর অতিরিক্ত গুলো বাজারে বিক্রি করে দুটি চার পয়সা আয় করতো এই এলাকার কৃষককুল । অবৈধভাবে মাটি উত্তোলনের কারনে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষককুল পাপশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্প্রতি সম্পন্ন হওয়া পিচ ঢালাই করা রাস্তা । 


প্রত‌্যক্ষদশীরা কয়েকজন জানান,রাতেদিনে মিলে প্রতিদিন কমপক্ষে ১৫-২০ টনের মাটিভর্তি ড্রামট্রাক ১০০-১২০ বার যাতায়াত করে জোলারপাড়,মীরেরগাও,কাউলতিয়া,সালনা এলাকার রাস্তায় । অতিরোক্ত লোডের কারনে কোথাও কোথাও  রাস্তা বসে গিয়েছে, আবার কোয়াও কোথাও ভাঙ্গন ধরেছে । এভাবে চলতে থাকলে রাস্তা তার স্বাভাবিকতা হারিয়ে ফেলবে । 


রবিশষ‌্যের জমির মাটি কাটা এবং ড্রামট্রাক চলাচলের কারনে রাস্তা মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে ২১নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক জানান, আমার ওয়ার্ডের ভূক্তভোগীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক,গাজীপুর বরাবর স্মারকলিপি জমা দিয়েছি এবং সিটিকর্পোরেশন সম্পত্তি বিভাগের প্রধান বরাবর বিস্তারিত জানিয়েছি এখনো আশানুরুপ কোন ফলাফল পাইনি । এমন কি ? মো: আনিছুর রহমান জেলা প্রশাসক গাজীপুর মহোদয়কে একাধিকবার মোবাইল ফোনে বিনয়ের সহিত অবগত করেছি ।

মো: আনিছুর রহমান জেলা প্রশাসক,গাজীপুরে মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, অত্র ওয়ার্ডের কাউন্সিলর আমাকে জানিয়েছেন বিষয়টি, ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে আমরা একবার অভিযান করেছি,তখন কাউকে পাওয়া যায়নি । সমস‌্যা হলো ওরা গভীর রাতে কাজ করে । যাই হোক আমরা ব‌্যবস্থা নিচ্ছি ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com