সাঘাটায় জাতীয় স্থানীয় সরকার দিবসসে উন্নয়ন মেলার সমাপণী ও পুরষ্কার বিতরণ 246 0
ফাইল ছবি
আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকে:
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা ২০২৩ ইং সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ।
এসময় বক্তব্য রাখেন বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রেবা বেগম। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব,উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম,সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, মৎস অফিসার এমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান শেষে মেলার স্টল ও বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।