গাজীপুরে শিক্ষক পরিবারের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা 90 0
গাজীপুরে শিক্ষক পরিবারের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে থানায় মামলা
শেখ রাজীব হাসান,গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে শিক্ষক পরিবারের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানী, মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহষ্পতিবার(১৭ মে) রাত সাড়ে আটটার দিকে খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পরে কয়েক দফা স্থানীয় সালিশে বিষয়টি সমাধান না হলে শনিবার রাতে নির্যাতিতা ওই নারী অভিযুক্ত শিক্ষক হাতেম(৪৫),তার স্ত্রী বানু(৪২) ও শ্যালিকা কামরুন নাহারকে(৩৮) অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী ও মেয়েকে নিয়ে খাঁ-পাড়া এলাকায় বাস করেন ওই নারী। ঘটনার দিন রাতে অভিযুক্ত বানু ও কামরুন নাহারের সাথে পূর্ব শত্রæতার জেড়ে ফের কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক হাতেম ওই নারীকে মারধর করে। এ সময় ওই নারীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানে চেষ্টা করলে শনিবার রাতে মামলা দায়ের করেন।
গাজীপুর সিটি কপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সির নাসির উদ্দিন মোল্লা বলেন,ঘটনাটি শুনে উভয় পক্ষকে ডেকেছিলাম। পরে ওই বাদি থানায় মামলা দায়ের করেছেন।
নির্যাতিতা নারী বলেন,বানু ও কামরুন্নাহার আমাকে অশ্লিল কথা বলে উত্তেক্ত করতো।গত বৃহষ্পতিবার এর প্রতিবাদ করায় তারা আমাকে মারধর করে।এ সময় হাতেম মাষ্টার আমাকে মারধরও পোশাক ছিড়ে ফেলেন। আমি ওই নারীকে মারধর করিনি।ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত শিক্ষক হাতেম ।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহ আলম বলেন,ঘটনার সত্যতা পাওয়ায় মামলা হয়েছে।অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।