Khoborerchokh logo

গাইবান্ধায় ৮৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১ 187 0

Khoborerchokh logo

গাইবান্ধায় ৮৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১

তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
আজ ৪ ই নভেম্বর শনিবার র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান আজ শনিবার রাত ২ ঘটিকার সময় র‍্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সবুজ (৩৪) নামে এক ব্যক্তির কাছে থেকে ৮৪ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী সবুজ মিয়া সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের জহির উদ্দিনের ছেলে। আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামি কে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com