Khoborerchokh logo

পীরগঞ্জে পুত্র সন্তান লাভে অষ্টপ্রহর অনুষ্ঠান 117 0

Khoborerchokh logo

পীরগঞ্জে পুত্র সন্তান লাভে অষ্টপ্রহর অনুষ্ঠান

মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:

দীর্ঘ ১৪ বছর অতিক্রান্ত হবার পর পুত্র সন্তান লাভের আনন্দে অষ্টপ্রহর অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে আপ্যায়ন করিছেন পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর গ্রামের লাঠু চন্দ্র মহন্ত ও তমা রাণী দম্পত্তি।
অনুষ্ঠানে পীরগঞ্জ, মিঠাপুকুর ও নবাবগঞ্জ উপজেলা থেকে ১০টি দল ধারাবাহিকভাবে 'হরে কৃষ্ণ হরে রাম' ধ্বনিতে ছিলিমপুর গীরিবালা দূর্গা মন্দির প্রকম্পিত করে তোলে। পাশাপাশি চলছে আপ্যায়ন। সোমবার ভোর হতে মঙ্গলবার সকাল পর্যন্ত চলবে অনুষ্ঠান।
লাঠু চন্দ্র মহন্ত ও তমা রাণী দম্পত্তি জানায়, ১৬ বছর দাম্পত্য জীবনে কোল জুড়ে আসে ঐশী নামের এক কন্যা সন্তান। সে এখন ৭ম শ্রেণির ছাত্রী। এর পর প্রভুর নিকট আরাধনা একটা পুত্র সন্তানের। এর বিনিময়ে অষ্টপ্রহর অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে আপ্যায়নের মানত করেন। এখন তার ঘরে ৩মাসের ঐশ্বর্য নামের পুত্র সন্তান। লাঠু চন্দ্র মহন্ত ও তমা রাণী দম্পত্তি এখন খুশীর জোয়ারে ভাসছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com