ইবান্ধা সাঘাটায় টেলিকম ইলেকট্রনিক দোকান হতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার সহ ৩ জন গ্রেফতার 117 0
ইবান্ধা সাঘাটায় টেলিকম ইলেকট্রনিক দোকান হতে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার সহ ৩ জন গ্রেফতার
তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামসল হোসেনের সার্বিক দিক
নির্দেশনায় সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে পুলিশের
একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে ২৩ অক্টোবর রাত্রি আনু- ১.৩০ ঘটিকায়
বগুড়া জেলার সোনাতোলা থানধীন বালুয়াহাট এলাকা হইতে পেশাদার চোর দলের
সক্রিয় ৩ জন আসামীকে গ্রেফতার সহ চুরি হওয়া বিভিন্ন মডেলের ৮ টি
স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
জানা
যায় গত ১৮ অক্টোবর রাত্রি আনু- ১০ ঘটিকার সময় সাঘাটা থানাধীন কামালের
পাড়া ইউনিয়নের বারকোনা বাজারস্থ আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রনিক প্যালেস
দোকান হতে অজ্ঞাতনামা চোর দোকান ঘরের টিনের চালা কাটিয়া বিভিন্ন মডেলের ১২
টি মোবাইল ফোন ও নগদ ৭০.০০০/- টাকা চুরি করিয়া নিয়া যায়। পরে সাঘাটা থানা
পুলিশ ব্যাপক তল্লাশী ও অভিযান চালিয়ে চুরি হওয়া ১২ টি ফোনের মধ্যে ৮ টি
মোবাইল ফোন উদ্ধার সহ ১.মোঃ রাসেল হোসেন ওরফে পাভেল(২৩), পিতা-মূত
বাবুল্লা, সাং- সুজাইতপুর ২.মোঃ আব্দুর রহমান (২২) পিতা- মোঃ মোস্তফা
সাং- দক্ষিণ আটকরিয়া ৩.মোঃ আব্দুল্লাহ আল ইমান (১৯) পিতা-মোঃ আব্দুল জলিল
সাং- পবার পাড়া থানা - সোনালতা, জেলা- গাইবান্ধা গণকে গ্রেফতার করেন সাঘাটা
থানা পুলিশ। এবিষয়ে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সাঘাটা একটি চুরির মামলা
রুজু হয়।
সোমবার (২৩
অক্টোবর) সকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সন্মেলনে বিষয়টি
নিশ্চিত করেন-অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (প্রশাসন ও অর্থ)। এসময়
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন(ক্রাইম অ্যান্ড অপস্),
অতিরিক্ত পুলিশ "বি" সার্কেল আব্দুল্লাহ আল মামুন,গাইবান্ধা সদর থানার
অফিসার ইনচার্জ মাসুদ রানা,সাঘটা থানার অফিসার ইনচার্জ রাকিব হোসেন সহ
বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক
বৃন্দ।।