Khoborerchokh logo

পীরগঞ্জে পদত্যাগে বাধ্য শিক্ষিকাকে ফুলেরমালা দিয়ে বরণ করলো শিক্ষার্থীরা 39 0

Khoborerchokh logo

পীরগঞ্জে পদত্যাগে বাধ্য শিক্ষিকাকে ফুলেরমালা দিয়ে বরণ করলো শিক্ষার্থীরা

মোস্তফা  মিয়া,পীরগঞ্জ (রংপুর) থেকে :
রংপুরের পীরগঞ্জে জোড় করে পদত্যাগে বাধ্য করা,উপজেলার চতরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত শিক্ষিকাকে পদত্যাগে বাধ্য করেছিল। এদিকে আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার চতরা উচ্চ বিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকা খাদিজা বেগম কে পূর্বের ঘটনা ভুল স্বীকার করে ফুল দিয়ে বরণ করে নেন।

এ পরিস্থিতিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা খাদিজা বেগম আবেগপ্লুত হয়ে বলেন, বিগত ৩০ বছর ধরে সুনামের সঙ্গে বিদ্যালয়টিতে শিক্ষকতা করে আসছি । হয়তো শিক্ষার্থীরা কারো দ্বারা প্রভাবিত হয়ে আমাকে পদত্যাগে বাধ্য করেছিল । তবে শিক্ষার্থীরা আমার সন্তান সমতুল্য ওদের প্রতি আমার কোন ক্ষোভ নেই ।

শিক্ষার্থী মুনিরা, ফরিদা, জামান সহ অনেকে তাদের প্রতিক্রিয়ায় জানায়, আমরা ভুল করেছি । আমরা বুঝতে পারিনি । ম্যাডামের আমাদের খুব প্রয়োজন । ম্যাডাম ছাড়া আমাদের স্কুল চলবে না । তাই আমরা ভুল শিকার করে ম্যাডামকে নিতে এসেছি ।

পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সঙ্গে সাক্ষাত করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের স্যারের কাছে যাও এবং উক্ত শিক্ষিকাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত ২১ আগষ্ট উক্ত শিক্ষিকাকে পদত্যাগ করিয়ে গত (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার শিক্ষিকার নিজ বাসা পীরগঞ্জে গিয়ে আবারও স্কুলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ ও ভুল স্বীকার করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com