Khoborerchokh logo

মাননীয়-প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন গাজীপুরে শিল্পকলা নানা আয়োজন 195 0

Khoborerchokh logo

মাননীয়-প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন গাজীপুরে শিল্পকলা নানা আয়োজন

 


বুধবার  বিকেল ২৭সেপ্টেম্বর ২০২৩ইং বিকেলে  জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, বিশেষ অতিথি গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বক্তব্য রাখেন।এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ ওয়াহিদ হোসেন সভাপতিত্ব করেন। অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সেবা)  রবিউল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী ও অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক বক্তব্য রাখেন।


এর আগে প্রধান অতিথি সহ শিল্পকলার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অন্যান্যরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর সাংস্কৃতিক পর্বে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কর্মকান্ড নিয়ে গান, আবৃত্তি, নৃত্য ও প্রধানমন্ত্রীর বিভিন্ন বাণী উপস্থাপন করা হয়। একই অনুষ্ঠানে গণহত্যার পরিবেশ থিয়েটার 'বাড়ীয়া গ্রামের অন্ধকার দিন ' এর কলাকুশলী ও অভিনয় শিল্পীদের সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) 
মোঃ ওয়াহিদ হোসেন।
 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com