Khoborerchokh logo

ছিনতাইকৃত বাইক কয়েক টুকরা অবস্থায় উদ্ধার 139 0

Khoborerchokh logo

ছিনতাইকৃত বাইক কয়েক টুকরা অবস্থায় উদ্ধার

মোস্তফা মিয়া৷ পীরগঞ্জ রংপুর থেকে:
  
জানা গেছে পীরগঞ্জ সদর ইউনিয়নের ফতেপুরপুর গ্রামের মুংলু মেম্বরের বাড়ীতে মিঠাপুকুর থেকে আগত ওবায়দুর রহমান নামে এক আত্নীয় তার বাসায় এসে সন্ধার পর ফিরে যাবার সময় শাহিনের বাড়ীর সামনে আসা মাত্রই কয়েকজন যুবক ওবায়দুরের বাইকের সামনে এসে বাইক থামিয়ে  মারপিট করে মারুফ চাবি ছিনিয়ে নেয় । অবস্থা বেগতিক দেখে ওবায়দুর জীবনের ভয়ে দৌড় দিয়ে মুংলু মেম্বরের বাড়ীতে গিয়ে ডাক চিৎকার করলে বেশকিছু লোকজন ঘটনাস্থলে আসলে লিহাদ পিতা সাইদুর নামে কলেজ পড়ুয়া এক যুবক বাইকটি নিয়ে পালিয়ে যায় বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানা। মুহুর্তে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করে। 


এদিকে মুংলু মেম্বর একা একায় ছিনতাই কারীদের সাথে বাইক উদ্ধারের জন্য গোপনে আতায়াত চালাতে তাকে। শেষে উপায়ন্তর না পেয়ে তার কিছু স্বজনদের সংগে পরামর্শক্রমে আইনের আশ্রয় নিলে গত ১৮ জুন পীরগঞ্জ থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাকিল ( পিতা খাসা) বাড়ী তাহিরপুর থেকে, তার  লালদিগীর দোকান ও রায়পুর ইউপির  বোন জামাইয়ের বাড়ী ধুলগাড়ী থেকে কয়েক খন্ড অবস্থায় ১৮ দিন পর বাইকের সকল টুকরাগুলো উদ্ধার করছে। এব্যাপারে মারুফ পিতা রাজুর ভাষ্যমতে সাকিল পিতা হেলাল, সাকিল পিতা খাসা সর্ব সাং তাহিরপুর কে গ্রেফতার করে। এ ঘটনায় ১৩ জনকে আসামী করে অজ্ঞাত আরো আছে মর্মে পীরগঞ্জ থানায়  মামলা হয়েছে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com