Khoborerchokh logo

সাঘাটায় ৮ কেজি গাঁজাসহ ২মাদককারবারী আটক 86 0

Khoborerchokh logo

সাঘাটায় ৮ কেজি গাঁজাসহ ২মাদককারবারী আটক

মোহাম্মদ আনোয়ার হোসেন রানা,সাঘাটা,গাইবান্ধা :

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাছ গড়গড়িয়া গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুই ব‍্যবসায়ীকে আটক করেছেন সাঘাটা থানা পুলিশ। আটকৃতরা হলেন পাছ গড়গড়িয়া গ্রামের আঃ রহমানের ছেলে রাজ্জাক( ৩৫) ও গড়গড়িয়া গ্রামের মৃত্যু ছায়দার মন্ডলের ছেলে সামছুদ্দিন (৪০) কে আটক করা হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশে সাঘাটা থানার ওসি রাজু সরকার গোপন সংবাদের ভিত্তিতে এস আই রবিউল ইসলামের নেত্রীতে সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার মধ‍্যরাতে কামালের পাড়া ইউনিয়নের কাঠালতলি বাজারে অবস্থান কালে পুলিশ সংবাদ পেয়ে রাজ্জাকের বাড়িতে গিয়ে দেখে রাজ্জাক গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে ধৃত গাঁজা প‍্যাকেট করিতেছে। এমতাবস্থায় তাদের কে হাতে নাতে রাজ্জাক ও সামছুদ্দিন নামের দুই জন কে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার আটক কৃতদেরকে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠান। এব‍্যপারে সাঘাটা থানার ওসি রাজু সরকার খবরের সময়.কম  প্রতিনিধি কে বিষয় টি নিশ্চিত করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com