গাইবান্ধা জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০০ পিস ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার 164 0
গাইবান্ধা জেলা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০০ পিস ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার
তানিন আফরিন:
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালে তারিখ ৪/৮/২০২৩ সময় ৯.৩০ঘটিকায় গোবিন্দগঞ্জ থানাধীন ৪ নং রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজারস্থ জনৈক মোঃ আবু রায়হান (৪৩) এর চায়ের দোকানের সামনে কামদিয়া হইতে পানিতলা গামী পাকা রাস্তার উপর পৌঁছায়া উপরোক্ত আসামী মোঃ মিলন মন্ডল (৩৮), পিতা-মৃত লুৎফর রহমান মন্ডল, সাং-প্রভুরামপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাকে ১০০ (এতশত) পিস অবৈধ মাদকদ্রব্য Tapentadol Tablets সহ ১ জনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এসআই(নিঃ) রাজু ইসলাম এর নেতৃত্বে পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের পূর্ব পার্শ্বে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ৫-৮-২০২৩খ্রিঃ তারিখ সকাল ১১:৪৫ ঘটিকার সময় ঠাকুরগাও টু বগুড়াগামী যাত্রীবাহী বাস, নাবিল পরিবহন যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৩৪ থামিয়ে চেকিং করাকালে বাসের ভিতরের ডান পাশ্বে বাংকারে রক্ষিত নীল রঙের ট্রাভেল ব্যাগের ভিতর হইতে ১৩ (তের ) বোতল ফেন্সিডিল মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় পাইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।