Khoborerchokh logo

ম্যারাডোনার দুই হাতে ঘড়ি পড়ার রহস্য কি ছিল ? 359 0

Khoborerchokh logo

ছবি,প্রয়াত ম্যারাডোনা

খবরের সময় ডেস্ক:
আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রের খবর গত রাতে নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্বকাপজয়ী ফুটবলের এই মহানায়ক। চিরবিদায় নেয়ার আগে রেখে গেছেন বর্ণাঢ্য এক ক্যারিয়ার।ব্যক্তি জীবনে যেমন সাফল্যের শিখরে পৌঁছেছেন তেমনি বিতর্ক তার কখনো পিছু ছাড়েনি।প্রায়ই থাকতেন খবরের শিরোনামে।তবে শেষ কিছুদিন অসুস্থতা নিয়েই বার বার শিরোনামে এসেছিলেন তিনি।তার একটি অদ্ভুত শখও ছিল।ম্যারাডোনার একইসঙ্গে দুই হাতে দুই ঘড়ি পরতেন।কিন্তু কেন?ব্রিটিশ দৈনিক ডেইলি সান জানিয়েছে,একটি ঘড়িতে থাকতো তার জন্মস্থান আর্জেন্টিনার সময় আর অন্যটিতে তিনি যেখানে অবস্থান করতেন তার স্থানীয় সময়।আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার ৯১খেলায় ৩৪ গোল করেন। তিনি চারটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেন।এর মধ্যে ছিল ১৯৮৬ বিশ্বকাপ,যেখানে তিনি আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এবং দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন।প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক জেতেন।পেশাদার ক্যারিয়ারে ম্যারাডোনা আর্জেন্টিনা জুনিয়র্স,বোকাজুনিয়র্স,বার্সেলোনা,নাপোলি,সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন।ম্যানেজার হিসেবে খুব কম অভিজ্ঞতাসম্পন্ন হওয়া সত্ত্বেও ২০০৮ সালের নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয় ম্যারাডোনাকে।২০১০ বিশ্বকাপের পর চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি আঠারো মাস এই দায়িত্বে ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com