টঙ্গীতে সাংবাদিক সিদ্দিকুর রহমানের ১৭তম মৃতুবার্ষিকী পালন 178 0
টঙ্গীতে সাংবাদিক সিদ্দিকুর রহমানের ১৭তম মৃতুবার্ষিকী পালন
:
গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় টঙ্গীর চেরাগআলী মাকের্টস্থ টোকিও টাওয়ারের ৭ম তলায় ৮০ ও ৯০ দশকের সাংবাদিক সিদ্দিকুর রহমানের ১৭তম মৃতুবার্ষিকী পালিত হয়। সাংবাদিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত স্মরণে আলোচনা সভা সংগঠনের সভাপতি অলিদুর রহমান অলি ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় আলোচনা করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম, এ, সালাম শান্ত,দৈনিক মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন,সাংবাদিক মাহবুবুল আলম,মাহফুজুর রহমান, মেরাজ উদ্দিন,নাসির উদ্দিন বুলবুল,মহিউদ্দিন সরকার,মাহবুব চৌধুরী,পীরজাদা নোয়াব আলী, মনিরুজ্জামান,মোহাম্মদ আলী, মো: আফজাল,আমির আলী,জাকারিয়া চৌধুরী, কাজী আব্দুল মান্নান, রোমান শেখ, আশিকুর রহমান, সংস্কৃতিকর্মী উজ্জল লস্কর,নাহিদা ইয়াছমিন,তানভীর,পলি ও মরহুম সিদ্দিকুর রহমানের পরিবারের পক্ষে আলোচনা করেন তার ছোট ভাই এম এ লতিফ। আলোচনা আলোচকরা টঙ্গীর ৮০ ও ৯০ দশকের সাংবাদিকতার পেশার স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।