পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 51 0
পলাশবাড়ীতে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
তানিন আফরিন,গাইবান্ধা থেকে :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর এলাকা ত্যাগথেকে ধানক্ষেত থেকে শুক্রবার সকালে আলিবুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিবুদ্দিন সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর মিয়ারবাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেঁষে বুড়িরঘর এলাকায় আমন ধান ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লঅশ উদ্ধার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে থানা নিয়ে আসার পর তার পরিচয় মিলেছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের রিপোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।