Khoborerchokh logo

নারায়গঞ্জ সিটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৈমূরের বাড়িতে মেয়র আইভী 114 0

Khoborerchokh logo

নারায়গঞ্জ সিটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৈমূরের বাড়িতে মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক:
সদ‌্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাড়িতে গেছেন বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টার বাসভবনে সাক্ষাত করতে যান মিষ্টি নিয়ে ।
এর আগে রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে হারিয়ে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনের প্রচারণা চলাকালে আইভী বিভিন্ন সময়ে তৈমূর আলমের সঙ্গে তার চাচা-ভাতিজীর সম্পর্ক বলে জানিয়েছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও নির্বাচনী মাঠে দু-জন কেবল একে অপরের প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেছিলেন তৈমূর।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com