Khoborerchokh logo

গাজীপুরে অগ্নিশিখা পত্রিকার সাংবাদিক বিপ্লব হোসেন ফারুকের উপর সন্ত্রাসী হামলা 257 0

Khoborerchokh logo

গাজীপুরে অগ্নিশিখা পত্রিকার সাংবাদিক বিপ্লব হোসেন ফারুকের উপর সন্ত্রাসী হামলা

বিল্লাল হোসেন সাজু,গাজীপুর থেকেঃ
গাজীপুরে সাংবাদিক বিপ্লব হোসেন ফারুক এর উপরে সন্ত্রাসী হামলা,,কাশিমপুর থানার সি এস ভুক্ত ১ ডর্জ্জন মামলার আসামী  চিহিন্নীত ভুমীদস্যু  রমজান আলী, ইদ্রিস আলী গং নিজেদের অপকর্ম ঢাকা দিতে দৈনিক অগ্নিশিখা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক বিপ্লব হোসেন ফারুক এর উপরে সন্ত্রাসী হামলা চালিয়ে মর্মান্তিক জখম করেছে। ভুমীদস্যু রমজান গং এর বিরুদ্ধে বিগতদিনে শিরোনামে একাধিক নিউজ সম্প্রচার কর করা হলেও তাদের টাকাও ক্ষমতার বলে শত অপরাধে পার পেয়ে যায়।  তাদের বিরুদ্ধে  প্রকাশ্যে কথা বলার যেন কারো সাধ্য নেই একজন রাষ্ট্রদ্রহি হলেও টাকা নামক অলৌকিক শক্তি যেন তাদের সাত খুন মাফ হয়ে যায়।
তাই তাদের শত অপরাধের প্রতিবাদ করার কোন মানুষ নেই ,তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললে মামলা হামলা শিকার হতে হয়। উপায় নেই কথা বললেই থাকতে হবে হাসপাতালের বেডে। 
রবিবার ২২ শে সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৩ টায় গাজীপুর সেটেলমেন্ট অফিস সংলগ্নে পরিকল্পিতভাবে ভূমিদস্যু ইদ্রিস ও রমজান আলী সহ অজ্ঞাতনামা ৪ জন সন্ত্রাসী  সম্মিলিত ভাবে সাংবাদিক বিপ্লব হোসেন ফারুক কে হত্যা করার উদ্দেশ্য তাকে এলোপাথাড়ি মারপিট করেন এবং তার মুখে আঘাত করে  একটি দাঁত ভেঙে ফেলেন, এসময় তার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেন,এবং কাছে থাকা মোবাইল ক্যামরা সহ সাংবাদিকতায় ব্যবহারকৃত  সরঞ্জাম ভেঙ্গে চুরমার করেন।
আহত সাংবাদিক বিপ্লব হোসেন ফারুক বলেন,কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকায় বসবাসরত ইদ্রিস আলী ও রমজান আলী দুই ভাই সহ কয়েকজন সহযোগী মিলে নিরীহ লোকের জমি জবরদখল দখল করে কাগজপত্রের মারপেছ দেখিয়ে এক এক জমি  তিন চার বার বিক্রয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন,তারা কাশিমপুর থানার সিএস ভুক্ত আসামি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সহ সন্ত্রাসী চাঁদাবাজি সাধারণ ডায়েরিসহ অসংখ্য অভিযোগ রয়েছ,,এই সংক্রান্ত বিষয়ে গত ১৮/১০/২৩ইং তারিখে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।
নিউজ প্রকাশের পরিপ্রেক্ষিতে  বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিচ্ছেন,তারা আমাকে প্রাণে মেরে ফেলার ও হুমকি প্রদান করছে।তারা এমনই করেন বিগত দিনে আমার সহকর্মী সাংবাদিক আকরাম হোসেন তাদের বিরুদ্ধে নিউজ সম্প্রচার করায় তাকে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান করেন,তারা এমনই যে আমাকে হয়তো তারা মেরেই ফেলবে, আমি আমার জীবন নিয়ে আতঙ্কজনক অবস্থায় আছি।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com