Khoborerchokh logo

গাইবান্ধায় ১০বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা অভিযোগ দায়ের 201 0

Khoborerchokh logo

গাইবান্ধায় ১০বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা অভিযোগ দায়ের

তানিন আফরিন গাইবান্ধা থেকেঃ
শুক্রবার (৬অক্টোবর) সাদুল্লাপুর উপজেলার কামার পাড়া ইউনিয়নের কিশামত বাগচি গ্রাম থেকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ গ্রামে মোঃ মজিবর রহমান ও হামিদা বেগমের মেয়ের বিবাহ উপলক্ষে দাওয়াত খেতে যান। সেখানে গিয়ে দেখতে পান একই গ্রামের হোসেন আলীর ছেলে সাদা মিয়া (৪৮)। আমার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যার উপর তার কু-দৃষ্টি পরে। এক পর্যায়ে আমার কন‍্যাকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে যায় সেখানে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। আমার শিশু কন‍্যার মেয়ের আত্মচিৎকারে আমি ছুটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই লম্পট সাদা মিয়া আমার শিশু কন‍্যাকে জড়িয়ে ধরে আছে। মেয়ে কান্না কন্ঠে জড়িয়ে ধরে আমাকে বিস্তারিত ঘটনা খুলে বলেন। এব‍্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন মেয়েটির পিতা মোঃ নুরুল হক। এমন ঘটনার প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে হোসেন আলীর ছেলে মোঃ সাদা মিয়া (৪৮) মোঃ নুরুল ইসলাম (৪৩) মোঃ সাজু, মিয়া (৪৫) মোঃ শহিদুলগংরা মঙ্গলবার(১০অক্টোবর) সকালে বাড়ীর সামনে রাস্তায় আসিয়া বিভিন্ন ভয়ভীতি এবং অকথ্য ভাষায় গালি গালাজ
করেন। অভিযোগটি তুলে নিতে হুমকি দিচ্ছেন। বাড়ী ঘর ভাংচুরের। এব‍্যাপারে শিশু কন্যাটির মা লিপি বেগম সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com