Khoborerchokh logo

সুন্দরগঞ্জে গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ 177 0

Khoborerchokh logo

সুন্দরগঞ্জে গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:

গাইবান্ধার সুন্দরগঞ্জ  উপজেলায় ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা ডিবির ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের রঞ্জিত কান্ত (৪৮), শাহাবাজ গ্রামের রফিকুল ইসলাম (৫১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলার কাসেমের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রঞ্জিত কান্ত ও  রফিকুল ইসলামের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। 

ওসি মোখলেছুর রহমান বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com