Khoborerchokh logo

নিখোঁজ সংবাদ 507 0

Khoborerchokh logo

ছবি নিখোঁজ ,মোসাঃ রহিমা

রনি আহম্মেদ
গত ১১ অক্টোবর ২০ ইং তারিখে মোসাঃ রহিমা বাকপ্রতিবন্ধি (১৯) গাজীপুরে মেট্রোপলিটনের বাসন থানাধীন পালেরমাঠ এলাকা থেক হারিয়ে গিয়াছে। বাকপ্রতিবন্ধি মেয়েটির পিতাঃ সাবেদ আলি। মাতাঃ চাঁন ভানু। গ্রামঃ পূর্ব শাখনায় থানাঃ হালুয়াঘাট জেলাঃ ময়মনসিংহ।
মেয়েটির উচ্চতা আনুমানিক ৫ ফুট ০ ইঞ্চি,গায়ের রং ফর্সা,মুখমন্ডল গোলাকার,চুলের রং কালো,স্বাস্থ্য মধ্যম,বাসা হয়তে বাহির হওয়ার সময় তাহার পরনে গোলাপি ছাপা সালোয়ার,এবং কালো বোরকা পরিহিত ছিল।অনেক খোঁজাখুজি করার পর তাকে পাওয়া যায়নি। এবং ১৪/১০/২০ ইং বাসন থানায় জিডি করা হয়েছে জিডি নং-৫৬২ 
  বিঃদ্রঃ- কোন সহৃদয়বান  ব্যক্তি উল্লেখিত বর্ননার মেয়েটির সন্ধান কোথাও পাওয়া গেলে নিন্মের ঠিকানা ও মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিষেশভাবে অনুরোধ করা  হইলো। গাজীপুরমেট্রো পলিটন পুলিশের বাসন থানার ডিউটি অফিসারঃ ০১৩২০-০৭০৫৫৩ / ০১৩২০-০৭০৫৬১
      চাঁন বানু,মাতাঃ ০১৯১০-৬৩৪৬৫৯


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com