Khoborerchokh logo

পীরগঞ্জ প্রেসক্লাবে ওয়ার্ল্ড ভিশনের লার্নিং শেয়ারিং বিষয়ক কর্মশালা 20 0

Khoborerchokh logo

পীরগঞ্জ প্রেসক্লাবে ওয়ার্ল্ড ভিশনের লার্নিং শেয়ারিং বিষয়ক কর্মশালা

মোস্তফা মিয়া পীরগঞ্জ(রংপুর) থেকে:
রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্যায়ের কাজে সফলতা ও লার্নি শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহŸায়ক শাহ মোঃ সাদা’র সভাপতিত্বে কর্মশালায় অংশগ্রহন করেন পীরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, ভিডিসি ও সকল উপকারভোগী বৃন্দ। এতে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কায়ক্রমের বিবরণ দেন প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন।

কর্মশালায় মুল কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণের পাশাপাশি বিশদ বর্ণনা দেন ওয়ার্ল্ড ভিশনের পীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘাগ্রা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক মোস্তফা মিয়া, সরোয়ার জাহান, বখতিয়ার রহমান, মাজহারুল মিলন, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুল হাসান,আখতারুজ্জামান রানা, রেজাউল করিম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগাড়ী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উপকারভোগী কল্পনা রানী, সাগরিকা কিসকু, শান্তি বেগম, সুলতানা বেগম, ইশরাত জাহান মায়া, দিলরুবা আক্তার, শিল্পী আক্তার, হামিদা খাতুন, শ্রাবণী আক্তার প্রমুখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com