Khoborerchokh logo

পীরগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত 108 0

Khoborerchokh logo

পীরগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত



মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:
বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখায় পবিত্র ঈদ-উল আযহা তৃতীয় দিনে বাংলাদেশ প্রেসক্লাব এর হল রুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, বুধবার (১৯ জুন) বিকেল ৩ ঘটিকার সময় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার উপদেষ্টা মন্ডলীর  সদস্য শিল্পপতি শহীদুল্লাহ সোহেল ।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন ।  সাধারণ সভায় সঞ্চালনায় ছিলেন দৈনিক আখিরা পত্রিকার প্রতিনিধি ও মাসিক তুবা সংবাদ পত্রিকার সহ-সম্পাদক ও প্রতিষ্ঠাতা, অত্র ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব ।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা, বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা । সভায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, সাংগঠনিক বিষয়ে আলোচনা, পূর্ণাঙ্গ কমিটি করন বিষয়ে আলোচনা, ক্লাবের অবকাটামো উন্নয়ন, সরকারের উন্নয়ন বিষয়ে আলোচনা সহ, কিছু অফিসে অনিয়ম  দুর্নীতি সহ প্রায় টানা তিন ঘণ্টা ব্যাপি আলোচনা হয়।  উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন দৈনিক অবজার্ভার পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন সরকার । সৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি ও আলোর সংবাদ ডটকম এর সম্পাদক  আব্দুল করিম সরকার,আঞ্চলিক পত্রিকার দৈনিক তিস্তা সংবাদ ও দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা খবরের সময় ডটকম,, প্রতিনিধি মোস্তফা মিয়া। দৈনিক বিশ্ব মানচিত্র ও অগ্নিশিখা পত্রিকার স্টাফ রিপোর্টার   হাবিবুর রহমান হাবিব, দৈনিক সাইফ পত্রিকার প্রতিনিধি মোস্তা জামান, দৈনিক জনগণের অধিকার এর সম্পাদক আশিকুর রহমান জয় । জুয়েল সরকার, হানিফ মিয়া, দৈনিক একুশে নিউজ পত্রিকার, স্টাফ রির্পোটার আকুল হোসেন, তারিকুল ইসলাম, মনির খান, ফারজুল হোসেন,  মিয়া প্রমূখ।
বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখায় সাধারণ সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সংগঠনকে কে আরো গতিশীল করতে সকলকে বস্তু নিষ্ঠু তথ্য সংগ্রহ করে উন্নয়ন, সাফল্য, অর্জন, অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ তথ্য নিয়ে সংবাদ লেখার আহ্বান জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com