মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার এখন ডিবি’র জালে আটক 155 0
মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার এখন ডিবি’র জালে আটক
ঢাকার মানবতার ফেরিওয়ালা খ্যাত জনদরদী “চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’-এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১মে)২০২৪ইং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে ডিবি’র একটি আভিযানিক দল ।
বিষয়টি বুধবার মিন্টুরোডস্থ ডিবি কার্যালয়ে রাত ১০টায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি আরও বলেন,একাধিক অভিযোগের ভিত্তিতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে । মামলা রুজ্জুর পর তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ব্যাখ্যা মিডিয়াকে জানানো হবে ।
২০১৪ সালের ২১ অক্টোবর মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী “চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার“ নামে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন।তার স্ত্রীর সুবাদে তিনিও পেশায় একজন নার্স।
সম্প্রতি তার বিরুদ্ধে মানবদেহের অঙ্গ বিক্রিসহ বেশ কিছু অভিযোগ উঠেছে।
গণমাধ্যমে উঠে আসা এসব প্রতারণামূলক কর্মকান্ডের তথ্যে দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়েছে।