Khoborerchokh logo

সুনামগঞ্জে ডিম ও মুরগির আড়তে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান 167 0

Khoborerchokh logo

সুনামগঞ্জে ডিম ও মুরগির আড়তে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধঃ 
 শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
এ সময় মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় রসিদ না থাকা, অতিরিক্ত দামে ডিম, মুরগি বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায় আড়তে। এর মধ্যে ইতি এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা, নোয়াব আলী পোলট্রিকে তিন হাজার ও ভাই ভাই এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মুরগি ও ডিমের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যত দিন পর্যন্ত বাজার স্থিতিশীল হচ্ছে না, ছুটির দিনসহ প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল সহযোগিতা করে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com