গাজীপুরের নাওজোর এলাকায় ট্রাকের চাপায় ২ জন নিহত 954 0
গাজীপুরের নাওজোর এলাকায় ট্রাকের চাপায় ২ জন নিহত
রনি আহম্মেদ
গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানা সংলগ্ন নাওজোর এলাকায় ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন।গতকাল সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন থানার এসআই মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এসআই শাহাদাত হোসেন জানান,রাত পৌনে ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশার চালক নাজিম একজন যাত্রী নিয়ে ইসলামপুর সড়ক থেকে ঢাকা বাইপাস সড়কে ওঠে ভোগড়া বাইপাসের দিকে যাওয়ার সময় সেটি উল্টে যায়।তখন বিপরীত দিক আসা ট্রাক তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক,হেলপার পালিয়ে যায়।রিকশাচালক নাজিম (২২) দিনাজপুরের ফুলবাড়ী থানার চকিয়েপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।তিনি নাওজোর এলাকায় বাসা ভাড়া থাকতেন। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।তার বয়স আনুমানিক২৫ বছর।এসআই শাহাদাত হোসেন জানান,লাশ দুটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ট্রাকটি জব্দ করা হয়েছে।