Khoborerchokh logo

গাজীপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ 252 0

Khoborerchokh logo

গাজীপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১

র‌্যাব-১এর একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর সাকিনস্থ সবুজ কানন মোড় এলাকায় কতিপয় লোক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর সাকিনস্থ সবুজ কানন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত বড় মাদক ব্যবসায়ী ১) মোঃ রবিউল ইসলাম (৩১), পিতা-মোঃ মোনা মিয়া, থানা হাতিবান্ধা, জেলা-লালমনিহাট এবং তার সহযোগী ২) মোঃ রাসেল মিয়া (৩৭), পিতা-মৃত আব্দুল আজিজ, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, ৩) মোঃ ইমরান আলী (৩১), পিতা-মৃত শুকুর আলী, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ, ৪) মোঃ তারেক রহমান (২৮), পিতা-আমির আলী, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুরদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৯৫২ বোতল ফেন্সিডিল, ০৫ টি মোবাইল ফোন, ০৫টি সীম কার্ড, ০২টি হাত ঘড়ি এবং নগদ ১৫০০/-’সহ উদ্ধার করা হয়।



 গ্রেপ্তারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিভিন্ন সীমান্ত জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল সরবরাহ করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেছে মর্মে স্বীকার করে। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com