Khoborerchokh logo

গাজীপুরে বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধণা অনুষ্ঠান সম্পন্ন 101 0

Khoborerchokh logo

গাজীপুরে বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধণা অনুষ্ঠান সম্পন্ন

গাজীপুর থেকে আশিকুর রহমান:
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার সকালে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি,এম পি,সংরক্ষিত সংসদ সদস্য-৩১৩ শামসুন নাহার এমপি, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন(জিএমপি)'র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.মোঃ আজমত উল্লা খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্যাহ মন্ডল। এছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃতবৃন্দরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকাল যারা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান,যারা যুদ্ধাহত অবস্থায় এখনও জীবন যাপন করছেন তারাও শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে, আগামীতে আরও সুযোগ। সুবিধাদি দেওয়ার জন্য সরকার প্রস্তুত।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com