Khoborerchokh logo

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর প্রচারণায় বাধা থানায় অভিযোগ 263 0

Khoborerchokh logo

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর প্রচারণায় বাধা থানায় অভিযোগ


 : আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের আব্দুল আজিজ পালোয়ানের ছেলে এম এ সাদ্দাম হোসেন (৩৭) কে শনিবার সকালে স্থানীয় বড়গাঁও বাজার গরুর হাটে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কতিপয় উশৃঙ্খল ব্যক্তিবর্গ প্রচারণায় বাধা দিয়ে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 


অভিযোগ সূত্রে জানা যায়-৪ মে২০২৪ইং শনিবার সকাল ৮ টার দিকে এম এ সাদ্দাম হোসেন বড়গাঁও গরুর হাট এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করলে আঃ হেকিম ফরাজী (৬২), বাদল পালোয়ান (৫৮), সাইদুর (৩৫), মোমেন (৪২), সাইদুল্লাহ শেখ (৬৫), সোহেল (৪০), মোঃ মামুন (৩৫) ও শরিফুল ইসলাম (৬০)সহ ১৫/২০ জন বিবাদী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে তার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে। ওই সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ৮নং বিবাদী পাশ্ববর্তী রাথুরা গ্রামের আঃ আলী মাস্টারের ছেলে শরিফুল ইসলামের নির্দেশে ১নং বিবাদী আব্দুল হেকিম ফরাজী চেয়ার নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা করে। হামলায় প্রার্থীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি হয়।


ঘটনার এক পর্যায়ে হামলাকারীরা প্রার্থীর ড্রাইভারকে বাজারের কাচারি ঘরে নিয়ে তালা দিয়ে আটকে রাখে। এতে বাজার এলাকায় ব্যাপক হট্টগোল সৃষ্টি হয় এবং লোকজন ঘটনাস্থলে আসতে থাকলে হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদেরকে প্রকাশ্যে ওই এলাকায় নির্বাচনী প্রচার না করার হুশিয়ারী দেন । এরপর এ এলাকায় আসলে প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করার হুমকীও দেন হামলাকারীরা। 

পরবর্তী সময় প্রার্থী সাদ্দাম হোসেন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করলে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন  ঘটনাস্থল পরিদর্শন উপস্থিত হন। 

কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান- লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষ দোষিদেরকে আইনের আওতায় আনা হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com