Khoborerchokh logo

রমজান মাসে ৫ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী পাবে: বাণিজ্যমন্ত্রী 73 0

Khoborerchokh logo

রমজান মাসে ৫ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী পাবে: বাণিজ্যমন্ত্রী

শুক্রবার (১০মার্চ)২০২৩ বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধন পূর্বে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে সেটি একটি কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি কিন্তু সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর ও চোলা বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্য সামগ্রী দরকার,সেটা পুরাপুরি আমাদের হাতে মজুদ আছে বলে নিশ্চয়তা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী ।



। মন্ত্রী বলেন,একটি বিষয় আপনাদেরকে বলতে হবে-সেটা হচ্ছে রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসাথে কেনার জন্য। কারণ পন্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে একসাথে সারা মাসের জন্য  ক্রয় করে জমা রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সব কিছু পর্যাপ্ত মওজুদ আছে, দাম বাড়ার কোন কারণ নেই। শুধুমাত্র একসাথে ক্রয় করার বিষয়টি পরিহার করতে হবে।
বাজার মনিটরিং সম্পর্কে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছেন। তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। কেউ খাদ্য দ্রব্য অবৈধভাবে দাম বাড়ানোর চেষ্টা এবং মওজুদ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



তিনি চাঁদপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত রোটারী ক্লাব অব উত্তরার অনুষ্ঠানে বলেন, রোটারী ক্লাবের সদ্যস্যের আদর্শ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। তারা সমসময় মানুষের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
এ সময় মন্ত্রী কয়েকজন হত দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপন করেন।


চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ,রোটারী ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট ইলেক্ট খন্দকার আবিদ হোসেন,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডাঃ আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com