Khoborerchokh logo

গাজীপুর মহাননগর যুবলীগের উদ্যোগে শহীদ আহসান উল্ল্যাহ্ মাষ্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত 234 0

Khoborerchokh logo

গাজীপুর মহাননগর যুবলীগের উদ্যোগে শহীদ আহসান উল্ল্যাহ্ মাষ্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আলমগীর কবীর:
শনিবার ২৮ মে ২০২২ইং গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ কতৃক আয়োজিত গাজীপুরের ভাওয়ালবীর খ্যাত,প্রয়াত বীরমুক্তিযোদ্ধা,মাটি ও মানুষের প্রিয়নেতা শহীদ আহসান উল্ল্যাহ্ মাষ্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণসভা বিকেলে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে । মহানগরের ৮টি থানার ৫৭টি ওর্য়াড আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের আগমনে মুখরিত হয়েছে সভাস্থল । কানায় কানায় পূর্ণ হওয়া রাজবাড়ীমাঠ,উচ্ছসিত নেতাকর্মীদের আগমনে নেতৃত্বস্থানীয় নেতারাও আনন্দিত ।


শহীদ আহসান উল্ল্যাহ্ মাষ্টারের ছেলে,গাজীপুর ২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথির বক্তব্যে বলেন,আগামী দিনের আওয়ামী যুবলীগ হবে সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি সংগঠন ।


প্রতিমন্ত্রী আরও বলেন, আহসান উল্লাহ মাস্টার সারাজীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার আদর্শ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সব ধরনের নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আওয়ামী যুবলীগ।


গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন,মহানগর আওয়ামী লীগের সভাপতি,আজমত উল্ল্যা খান,সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া,আমজাদ হোসেন বাবুল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল,মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম,সুমন হোসেন শান্ত বাবু,আলমগীর হোসেনসহ থানা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com