Khoborerchokh logo

পীরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত 133 0

Khoborerchokh logo

ফাইল ছবি

মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) থেকে:

রংপুরের পীরগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধিন পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারণ শীর্ষ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষন ২০২৪ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দায়িত্ব প্রাপ্ত  উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি)উদ্ভধন করেন। আজ তেশোরা জুলায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী ৭৫ জন পাট চাষি প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। এসময় পাট অধিদপ্তরের প্রশিক্ষকরা উন্নত প্রযুক্তিতে পাটের চাষ ও বীজ উৎপাদন কিভাবে করবে এ বিষয়ে প্রান্তিক কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন। এবং যাতে করে নিজ দেশিয় বীজ থেকে পাট উৎপাদনে সক্ষমতা অর্জন করতে পারে। এবং আরও বলেন পাট কর্তনের পর সুকৌশলভাবে পাট জাগ দিয়ে পাটের সুন্দর ও সচ্ছ আঁশ বের করে বাজারে অধিক মূল্যে বিক্রয় করা সম্ভব হবে। এবং সেই সোনালী আঁশ পর্বতীতে প্রকৃয়াজাতের মাধ্যমে উন্নত বস্ত্র ও দ্রব্যসামগ্রী উৎপাদনে সক্ষম হবে।ভার্চুয়ালি প্রশিক্ষণ প্রদান করেন পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের উপসচিব জিল্লুর রহমান। উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.নিশাত আব্দুলাহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব হোসেন, উপজেলা পাট কর্মকর্তা চায়না বেগম। প্রশিক্ষনে উপসচিব মহদয় হানিফ মিয়া নামের এক কৃষকের সাথে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষনে কি কি বিষয়ে প্রশিক্ষন পেলেন তা শোনেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com