গাজীপুরের সদর উপজেলা ইউ পি নির্বাচনে দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষ গুরতর আহত-২ 294 0
গাজীপুরের সদর উপজেলা ইউ পি নির্বাচনে দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষ গুরতর আহত-২
রনি আহমেদ:
রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ইং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার নির্বাচনে সকাল ৮ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ১০১ নং খাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৭নং ওয়ার্ডের ভোট গ্রহণ শুরু হয়।
৭ নং ওয়ার্ডের টিউবওয়ে প্রতিক মেম্বার পদপ্রার্থী মোঃ রাসেল ভূইয়া ও তার কর্মী সমর্থকরা,মোরগ প্রতিক মেম্বার পদপ্রার্থী মোঃ মোতালেব গাজী ও তার কর্মী সমর্থকদের সাথে খারাপ ব্যবহার করে অকুথ্য ভাষায় গালি,গালাজ করে। মেম্বার পদপ্রার্থী মোঃ রাসেল ভূইয়া,মোরগ প্রতিকের এক এজেন্টকে ধাক্কা মেরে ফেলে দেয়।
পরে এই ঘটনার প্রতিবাদ করতে গেলে,মেম্বার পদপ্রার্থী মোঃ রাসেল ভূইয়া ও তার কর্মী সমর্থকরা উল্টো মোরগ প্রতিক মেম্বার পদপ্রার্থী মোঃ মোতালেব গাজী ও তার কর্মী সমর্থকদের সাথে তর্কবিতর্ক,ধাওয়া পাল্টা শুরু হয়। অফিস ভাংচুর মোরগ মার্কা পোষ্টার ছিড়ে ফেলে এবং প্রাণ নাশের হুমকি দিয়েছে। এক পর্যায়ে হাতাহাতি,কিলঘুষি ও লাথি মারে। এরপর চেয়ার,বাশ,কাঠ,লাঠি দিয়ে মারামারি বিশৃখলা করে রাসেল ভূইয়া ও তার সমর্থক কর্মী বাহিনী।
এঘটনায় মোরগ প্রতিকের ২ জন কর্মী গুরুতর আহত হয়েছে। (১)সাইদু ইসলাম (২৩) পিতা মজিবর রহমান,গ্রাম পাঁচ খাতিয়া,(২) আসাদুল ইসলাম (২৪) পিতা কেরামত আলী,গ্রাম পাঁচ খাতিয়া খাতিয়া। একজন মাথায় আঘাত পেয়ে মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষণ হয় অপর জনের হাত ভেঙ্গে যায় ।
আল আমিন যুগ্ন-আহবায়ক বারীয়া ইউনিয়ন আওয়ামীলীগ,মোতালীব গাজী মোরগ মার্কা মেম্বার পদপ্রার্থী।রায়হান যুগ্ন-আহবায়ক ছাত্রলীগ বাড়িয়া ইউনিয়ন। আব্দুর রহমান দুলাল,আসলাম হোসেন দিপু,সাইদুল ইসলাম,আসাদ,হৃদয়, নয়ন,হাসিব,মনি, আসিক,আজিম,রিফাত,জসিম,আরাফাত সহ মেম্বার সমর্থক আরো ও অজ্ঞাতনামা ৩০-৪০ জন মার খেয়েছেন।
পরে স্থানীয়দের সহযোগীতায় গুরতর আহত ২ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে জরুরি বিভাগে ভর্তি করায়। তারা চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়ে আছে।