Khoborerchokh logo

ঢাকায় পুলিশ হত্যার সাথে জড়িত শামিম রেজা আটক 320 0

Khoborerchokh logo

ঢাকায় পুলিশ হত্যার সাথে জড়িত শামিম রেজা আটক

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা থেকেঃ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য পারভেজ কে হত্যার সাথে জড়িতদের ছবি ও ভিডিও দেখে সনাক্ত করে গাইবান্ধার পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা ওরফে শিন্টা শামীম কে  রোববার সকালে পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে থেকে আটক করেছেন থানা পুলিশ। 
আটককৃত শামিম রেজা ওরফে শিন্টা শামীম পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com