Khoborerchokh logo

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জিএম কাদের 109 0

Khoborerchokh logo

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এটি বারবার প্রমাণ হয়েছে। যে কটি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে, সাধারণের মানুষের ধারণা কোনো নির্বাচনই সঠিকভাবে হয়নি।


শনিবার সন্ধ্যায় বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইচ্ছাকৃতভাবে ইভিএম ব্যবহারে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, অনেকে অভিযোগ করেছে ইভিএমে কারচুপি করা হচ্ছে। বাইরে থেকে লোক এনে বুথের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন এজেন্সির লোকজন ব্যবহার করে নির্বাচনে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, আমরা এখনো নির্বাচনে আছি। কারণ আমরা কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সব নির্বাচনে আমরা অংশ নেব।


এতে আমরা আমাদের শক্তি-সামর্থ মূল্যায়ন করতে পারছি। অন্যদিকে দেশবাসী দেখতে পারছে দেশের নির্বাচন ব্যবস্থা কেমন। জিএম কাদের আরও বলেন, আমরা নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারে, আমরা ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারিনি। সাধারণ মানুষ বলতে পারছে ভোটের ফলাফল গণমানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি। জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের আরও বলেন,দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি।

দেশ ও জাতির প্রয়োজন একটি জবাবদিহিতামূলক সরকার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করা সম্ভব। জবাবদিহিতামূলক সরকার না হলে টেকসই এবং জনমুখি উন্নয়ন হয়না। জবাবদিহিতামূলক সরকার না হলে লুটপাট ও টাকা পাঁচার বন্ধ করা সম্ভব হয় না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতেই আমরা রাজনীতি করছি।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com