Khoborerchokh logo

গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার 225 0

Khoborerchokh logo

গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

মোহাম্মদ আনোয়ার হোসেন রানা :
গাইবান্ধার ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত  চক্রের ৬ সদস্য কে  গ্রেফতার করেন জেলা  ডিবি  পুলিশ। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ  জেলা  পুলিশ সুপার কামাল হোসেন এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকশ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত ভোর সাড়ে ৪টায় ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজারে এলাকায়  অভিযান চালিয়ে ৬ ডাকাত কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক,৫রাউন্ড তাজা গুলিসহ ২টি ড্যাগার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন  আলমগীর শেখ(৩০),মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আঃ মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। এরা সবাই ফুলছড়ি উপজেলার বাসিন্দা।


ব্রিফিং এ আরও জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাতরা নৌযানে ডাকাতির জন্য বাংলা বাজারে অবস্থান করে পরামর্শ করতে ছিল মর্মে স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে ফুলছড়ি থানার ওসি রজব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  অস্ত্র ও ডাকাতির পৃথক- পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com