গাইবান্ধায় গুম খুনের বিচারের দাবিতে বিএনপি‘র অবস্থান কর্মসূচী 37 0
গাইবান্ধায় গুম খুনের বিচারের দাবিতে বিএনপি‘র অবস্থান কর্মসূচী
খুন,গুমের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বুধবার দলীয় কার্যালয়ের সামনে অবস্থন কর্মসূচি পালন করা হয়। অবস'ান কর্মসূচি শেষে জেলা যুবদলের উদ্যোগে একটি বিড়্গোভ মিছিল দলীয় কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদড়্গিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলীর দুখুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, আল আমিন, ইমাম হাসান আলাল, ওয়ালিদ শাকিল, রম্নহুল আমিন তমাল প্রমুখ।
বক্তারা বিডিআর বিদ্রোহের সেনা কর্মকর্তা, হেফাজতের আলেম, সাংবাদিক দম্পতি সাগর-রম্ননি হত্যা, বিএনপি নেতা ইলিয়াস আলীসহ নিখোঁজ ব্যক্তিদের দ্রম্নত পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। এছাড়াও ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারেরও দাবি জানান তারা।