Khoborerchokh logo

গাইবান্ধার বোয়ালীতে এক প্রবাসীকে মিথ্যা ধর্ষনের মামলার ভয় দেখিয়ে স্টাম্পে সাক্ষর সহ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে 355 0

Khoborerchokh logo

গাইবান্ধার বোয়ালীতে এক প্রবাসীকে মিথ্যা ধর্ষনের মামলার ভয় দেখিয়ে স্টাম্পে সাক্ষর সহ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে

তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধায় আব্দুল হালিম (৪৭)নামে এক সৌদি প্রবাসী কে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ষ্টাম্পে সাক্ষর সহ অর্থ দাবির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জহুরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় জহুরুল ইসলাম(৪৫) , আছমা বেগম (৪০), রাসেল মিয়া(২৫), মহিলা বেগম(৩৮) সহ ৫ থেকে ৬ জন অজ্ঞাত করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল হালিম মিয়া। অভিযোগ সুত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলা বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী বোয়ালী গ্রামের সৌদি প্রবাসী আব্দুল হালিম ২০১৯ সালে সৌদি আরব যায় জীবন জীবিকার জন্য। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ছুটিতে সৌদি আরব থেকে বাসায় আসে। এমন অবস্থায় সৌদি প্রবাসী আব্দুল হালিমের কাছে থেকে একই গ্রামের জহুরুল ইসলাম ৫ হাজার টাকা ধার চায়। সৌদি প্রবাসী আব্দুল হালিম টাকা ধার দিতে অস্বীকার করলে জহুরুল সহ তার পরিবারের লোকজন হালিমের ক্ষতি করার জন্য পরিকল্পনা করতে থাকে। এর পরিপেক্ষিতে গত শনিবার সৌদি প্রবাসী আবদুল হালিম সন্ধায় স্থানীয় চায়ের দোকান থেকে বাড়িতে ফেরার পথে জহুরুল কলা কৌশলে তার বাড়ির সামনে নিয়ে গিয়ে পরিবারের অন্যন্য লোকজন সহ হালিম কে জোরপুুর্বক বল প্রয়োগ করে বাড়ির ভিতর ঢুকিয়ে চিৎকার করতে থাকে এবং গুজব ছড়ায় যে জহুরুলের স্ত্রী আছমা বেগম কে ধর্ষন করে প্রবাসী আব্দৃল হালিম।একপর্যায়ে জহুরুল তার লোকজন নিয়ে আব্দুল হালিম কে মামলার ভয় দেখিয়ে নন জুডিশিয়াল ষ্টাম্পে সাক্ষর করে নেয় এবং ৫ লক্ষ টাকা দাবি করে।তাৎখনিক ভাবে আব্দুল হালিমের পরিবার জহুরুল ইসলাম ও তার লোকজনদের কে পঞ্চাশ হাজার টাকা দিলে তাহারা হালিম কে ছেড়ে দেয় ।
ভুক্তভোগী আব্দুল হালিম পরবর্তী বাকি টাকার দাবি না মানলে জহুরুল সহ পরিবারের লোকজন নানা রকম হুমকি দিয়ে আসছে।এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com