Khoborerchokh logo

জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 210 0

Khoborerchokh logo

জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি ২৬/০৩/২০২৩ তারিখ রাত ০০.৫৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন সেনা কল্যাণ ভবনের সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক গাজা ক্রয়-বিক্রয় করা কালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তাৎক্ষনিকভাবে মাদক ব্যবসায়ী ৩ (তিন) জনকে  ১) জুয়েল(৪০),২) ইয়াসিন (২৫) ও ৩) আনোয়ার(৪৫)কে গ্রেফতার করা হয়। 
আসামীদের দখল হইতে ১(এক) কেজি গাজা  এবং নগদ ৪৭০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com