১১২ পিচ ইয়াবা ও নগদ অর্থসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ 79 0
১১২ পিচ ইয়াবা ও নগদ অর্থসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ
আলমগীর কবীর:
রবিবার ৫ জানুয়ারী ২০২৩ইং গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জিএমপি‘র গাছা থানা পুলিশ ।
উপ পুলিশ পরির্দশক নাদির উজ জামান গাছা থানা,জানান, অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল স্যারের দিকনির্দশনায় সঙ্গীয় ফোর্স সহকারী উপ-পুলিশ পরিদর্শক আল মামুন,এস এস আরিফ, বদরুজ্জামানসহ ৩৫ নং ওর্য়াডের মক্কু সরণী এলাকার বরিশাল বাজারস্থ রাস্তা থেকে শাহীন (২০) পিতা: আবু শাকিল কে ৫০ পিচ এবং শেখ আ:মোতালেব (৪৫) পিতা:মৃত আহেল আলী কে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১৫টাকাসহ রাত আনুমানিক ১০ঘটিকায় গ্রেপ্তার করা হয় ।
অপরদিকে ৩২নং ওয়ার্ডস্থ ডেগেরচালা রোড থেকে রাত ১২.১৫ মিনিটে মাদক বিক্রয়কালিন সময়ে আরও দুই কারবারীকে গ্রেপ্তার করেন আভিযানিক টিম । অপর মাদক কারবারীরা হলেন শফিকুল ইসলাম (২৭) এবং মাসুদ ওরফে পকে (৩২) উভয়ের নিকট থেকে ৩০পিচ ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় ।উক্ত মাদক কারবারীদের তথ্যমতে পলাতক আসামী মো: শাকিল(২৪) পিতা মো:মানিক নেত্রকোনা জেলার,কেন্দুয়া থানাধীন বেখৈরহাটি গ্রামের স্থায়ী বাসিন্দা ।
বর্তমানে পশ্চিম কলেমেশ্বর এলাকার আমান খার বাড়ির ভাড়াটিয়া । অপর পলাতক আসামী মো: রফিক(৩০)পিতা শুক্কুর আলী ।
পলাতক আসামী দুজনেই মাদকের ডিলার হিসেবে অত্র এলাকায় বেশ পরিচিত এবং তাদের বিরোদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । ধৃত আসামীদের বিরোদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১ এর১০/৪১ (ক) ধারায় মামলা রুজ্জু করে আদালতে পাঠানো হয়েছে ।উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী এসআই নাদির উজ্জামান ।