Khoborerchokh logo

পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা,আহত-৪ 156 0

Khoborerchokh logo

পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা,আহত-৪


মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর)থেকে : 
পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘর-বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে মহিলাসহ ৪জনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অব¯’ায় পীরগঞ্জ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল আনুমানিক ৮.৩০ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানিশনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও হামলার শিকার পরিবার সূত্র জানায়, বসতবাড়ীর সাড়ে ১২ শতাংশ জমি নিয়ে দানিশনগর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র আনিছার রহমান ও মেস্টার আলীর সঙ্গে প্রতিবেশী ইছের উদ্দিনের পুত্র নজমাল ও সবুজ মিয়া’র দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে আনিছার ও মেস্টার ভাড়াটে লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নজমাল ও সবুজ মিয়ার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। এ সময় বাধা দিতে গেলে নজমাল (৪৫) তার স্ত্রী মেহের নেকা (৩৮),ছোট ভাই সবুজ (৪০) ও তার স্ত্রী কুলছুমা বেগম (৩৫)কে পিটিয়ে গুরুতর আহত করে। ¯’ানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক নজমাল ও তার স্ত্রী মেহের নেকাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ প্রদান করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ জানান, উক্ত বিষয় নিয়ে ¯’ানীয়ভাবে একাধিকবার বসে মিমাংসা করা হয়েছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, আহতরা থানায় মামলার জন্য এসেছিল। তাদের আগে চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com