Khoborerchokh logo

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি গরু ভস্মিভূত সহ এক শিশু অগ্নিদগ্ধ 73 0

Khoborerchokh logo

পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি গরু ভস্মিভূত সহ এক শিশু অগ্নিদগ্ধ

মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর থেকে:
রংপুরের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি গরু ভস্মিভূত হওয়াসহ গরু মালিক ও  রানা মিয়ার মেয়ে শিশু রহিমা খাতুন ও বাড়ি মালিক ফুল মিয়া অগ্নিদগ্ধ হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় দরগা ইউনিয়নের ভগবানপুর গ্রামে।


এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়- গতকাল বুধবার গভীর রাতে গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দিনমজুর ফুল মিয়ার পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু ভস্মিভূত হয়ে মারা যান। অপর তিনটি গরুকে বাঁচাতে গিয়ে দিনমজুর ফুলমিয়া নিজে অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন। অপরদিকে গোয়াল ঘরের অগ্নিকাণ্ড থেকে পাশের অপর রানা মিয়ার ঘরের মিটারসহ একটি ঘরে আগুন লেগে এক বছরের শিশুর রহিমা খাতুন ও অভিযুক্ত হয়। গ্রামবাসী গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের খবর দেয়।


পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়ালঘর সহ দুইটি গরু ভসীভূতো হয়ে যায়। দিনমজুর ফুলমিয়ার দুইটি গরু সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কেহই ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। তবে এ ব্যাপারে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে মোবাইলে কথা হলে তিনি জানান-বিষয়টি আমি জেনেছি। ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে একটি ফরওয়ার্ডিং দিলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করা হবে বলে জানায়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com