Khoborerchokh logo

পীরগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত 133 0

Khoborerchokh logo

পীরগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর)থেকে:
পীরগঞ্জে বড় ফলিয়া অগ্রগামী যুব স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মদনখালি ইউনিয়নের আনন্দনগর বড় ফলিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়।

লাঠি খেলায় মোট ৩টি লাঠিয়াল দল অংশগ্রহন করেন। অংশগ্রহণকারীর দলগুলো হলো- বারাইপাড়া লাঠিয়াল দল, খয়েরবাড়ি লাঠিয়াল দল ও হাসারপাড়া লাঠিয়াল দল।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনখালী ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্জুর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক সেলিম মন্ডল, শিক্ষক মাজহারুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমূখ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com