সাঘাটায় ৪শ গ্রাম গাঁজাসহ আটক ১ 198 0
সাঘাটায় ৪শ গ্রাম গাঁজাসহ আটক ১
মোহাম্মদ আনোয়ার হোসেন রানা,সাঘাটা,গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামে মোখলেসের বাড়ীতে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৪ শ গ্রাম সুকনা গাঁজা সহ এক জন কে আটক করেছেন সাঘাটা থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি হলেন খামার ধনারুহা গ্রামের মৃত্যু ফরজ উল্লা বেপারীর ছেলে মো: মোখলেস (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে বলে সাঘাটা থানার ওসি রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।