Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে ১২ ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র মামলার প্রস্তুতি 109 0

Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে ১২ ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র মামলার প্রস্তুতি

মোস্তফা মিয়া,পীরগঞ্জে-রংপুর থেকে:
বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ ব্যাতিত ইট পণ্য উৎপাদন, বিক্রয়-বিতরণ করার অপরাধে গতকাল ৩ এপ্রিল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স পরিচালিত হয়। উক্ত অভিযানে ১২ ইটভাটা প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়েরের উদেশ্যে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান সমুহকে আগামী ৭ দিনের মধ্যে অবশ্যই আবেদন দাখিল করতে পরামর্শ দেয়া হয়েছে।



প্রতিষ্ঠান সমুহ- পীরগঞ্জের দানেশনগর এলাকার এইচ টি ব্রিকস (HTB), ভাই ভাই ব্রিকস (VVB), ছাতুয়া, টুকুরিয়া এলাকার এস আর এম ব্রিকস ( SRM), খালাশপীর এর এ আর বি (ARB) ব্রিকস, বাসুদেবপুর এলাকার ই এস ব্রিকস( ESB), হরনাথপুর এলাকার এম জি এ ব্রিকস (MGA), কাঞ্চনপুর এলাকার এম টি বি (MTB) ব্রিকস, এম এফ এম ব্রিকস-১ (MFM) ( বিল বাকি), কাঞ্চনপুর এর এস এফ বি-২ ব্রিকস (SFB), বাজে শিবপুর বাগদুয়ার রসুলপুর এলাকার এ বি এস ব্রিকস -১, একই এলাকার এ বি এস ব্রিকস -২ এবং পীরগঞ্জের কুমেদপুর এলাকার এম এফ এম ব্রিকস-২ (বিল বাকি)।


এছাড়াও পীরগঞ্জের সিলিমপুর এলাকার এইচ ডি বি ব্রিকস, পালগড় অনন্তরামপুর এলাকার উত্তরণ ব্রিকস, থিরারপাড়া এলাকার এ এইচ বি ব্রিকস প্রতিষ্ঠান দুটির সিএম লাইসেন্স নবায়নের জন্য আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, রংপুর বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।


বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর অফিস প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com