গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত কতৃক ৭ মামলা জরিমানা আদায় 227 0
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত কতৃক ৭ মামলা জরিমানা আদায়
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের কতৃক অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ আইনে পৃথক সাতটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর)২০২৩ইং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া স্থানীয় থানার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় দুই ব্যবসায়ীকে দুইটি মামলায় তিন হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একজনকে ১টি মামলায় এক হাজার টাকা এবং ১৮৮ ও ২৯১ ধারায় চার জনকে চারটি মামলায় চার হাজার টাকা জরিমানা করেছেন। মোট ৭টি মামলায় নয় হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রসিকিউটর দের প্রসাদ মিত্র, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।