Khoborerchokh logo

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহন বাস পুকুরে,আহত ২৫ 170 0

Khoborerchokh logo

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহন বাস পুকুরে,আহত ২৫

  
ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাত্রীবাহী একটি বাসের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল-এলেঙ্গা-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে সিংগুড়িয়া বাসস্ট্যান্ডের যদুরগাড়া নামক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে,উত্তরবঙ্গের কুড়িগ্রাম থেকে ৩৫ যাত্রী নিয়ে আসছিল হানিফ পরিবহণের বাসটি। টাঙ্গাইলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ২৫ যাত্রী আহত হন।
এ ঘটনায় আহতদের মধ্যে আট যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আবুল কালাম যুগান্তরকে বলেন, বাসটি উত্তরবঙ্গের। এতে ৩৫ যাত্রী ছিলেন। মহাসড়কে যানজটের কারণে বাসটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সিংগুড়িয়া যদুপাড়া পৌঁছলে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
তিনি বলেন, এতে করে প্রায় ২৫ যাত্রী আহত হন। তাদের মধ্যে আটজনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com