Khoborerchokh logo

ছাতকে লাফার্জ-হোলসিমের উদ্যোগে প্ল্যাণ্টে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত 141 0

Khoborerchokh logo

ছাতকে লাফার্জ-হোলসিমের উদ্যোগে প্ল্যাণ্টে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত

সেলিম মাহবুব, সিলেট থেকেঃ
বাংলাদেশ এবং রোটারি ক্লাব সিলেট সিটি’র উদ্যোগে কোম্পানির ছাতক প্ল্যান্টে স্থানীয় জনসাধারণের জন্য  দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লাফার্জ হোলসিম বাংলাদেশ এর চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া এবং ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর অমিতাভ সিং সোমবার এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবঃ) ডাঃ আবুল হাশেম চৌধুরী, সহকারি অধ্যাপক (অবঃ) ডাঃ রফিক উদ্দিন আহমদ খান, সহকারি অধ্যাপক ডা. সৈয়দ তৌফিক এলাহী এবং রোটারি ক্লাব সিলেট সিটি’র সভাপতি এস এ শফি সহ লাফার্জ-হোলসিমের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় আসিফ ভূইয়া চিকিৎসকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তাদের মতো প্রখ্যাত চিকিৎসকবৃন্দকে আজকের আই ক্যাম্পে পেয়ে আমরা আনন্দিত। তারা আমাদের এই উদ্যোগে সাড়া দিয়ে স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। আমি বিশ্বাস করি এর ফলে স্থানীয় মানুষেরা দারুনভাবে উপকৃত হবেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই লাফার্জ-হোলসিম স্থানীয় জনসাধারনের জীবনমান উন্নয়নে নানাবিধ টেকসই উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে।” ডা. আবুল হাশেম চৌধুরী বলেন, “আমার সহকর্মীদের নিয়ে ছাতকের একেবারে সাধারন মানুষদের চক্ষু বিষয়ক পরামর্শ প্রদান করতে পেরে আমরা সকলেই সম্মানিতবোধ করছি।” দিনব্যাপী এই ক্যাম্পে ২৫০ জনেরও বেশি চক্ষু রোগীকে চিকিৎসা পত্র প্রদানের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এমন উদ্যোগের জন্য রোগীরা লাফার্জ-হোলসিমকে ধন্যবাদ জানান।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com